চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুসা বিন শমসেরকে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ

জালিয়াতি করে শুল্ক ফাঁকি দেয়া বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ব্যবহারের ঘটনায় ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরকে শুল্ক গোয়েন্দা বিভাগ তলব করেছে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার ২১ মার্চ প্রিন্স মুসার গুলশান ২ এর বাড়িতে অভিযানের সূত্রে গাড়িটি আটক করে শুল্ক গোয়েন্দা।

শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য তদন্তের প্রয়োজনে তলবের এই নোটিশ দেয়া হয়েছে।

আগামি ২০ এপ্রিল ২০১৭ বিকেল ৩টায় শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

একইসাথে ভোলা বিআরটিএ-তে নিবন্ধন (ভোলা ঘ ১১-০০ ৩৫) গ্রহণকারী জনাব ফারুকুজ্জামান চৌধুরীকেও তলব করা হয়েছে। বিলাসবহুল গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন নেয়া হয় বলে ভোলার বিআরটিএ সূত্রে জানা যায়।