চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মুক্তির আড়াই বছর পর এবার ইউটিউবে ‘ঢাকা অ্যাটাক’

দীপংকর দীপন পরিচালিত সাড়া জাগানো ছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৬ অক্টোবর। মুক্তির প্রায় আড়াই বছর পর এবার ছবিটি এলো ইউটিউবে।

সিনেমা হলের পর একাধিক ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে দেখা যায় ‘ঢাকা অ্যাটাক’। এবার এলো ইউটিউবে। বুধবার দুপুরে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে পুলিশি অ্যাকশন থ্রিলার ঘরানার এ ছবিটি উন্মুক্ত করা হয়।

মুক্তির পর দেশের গণ্ডি পেরিয়ে ‘ঢাকা অ্যাটাক’ সফলভাবে ব্যবসা করেছে বিদেশের মাটিতেও। এসবের বাইরে ‘ঢাকা অ্যাটাক’ থেকেই বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করে এর শিল্পী কলাকুশলীরা।

যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, সিঙ্গাপুরেও দেদারসে প্রদর্শিত হয় সানী সানোয়ারের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এ ছবিটি।

আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন ও আলমগীর, মোহাম্মদ আলী হায়দার, নিকুল কুমার প্রমুখ।