চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের ৫ জনের রায় ঘোষণা চলছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ জনের রায় ঘোষণা শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল সাড়ে দশটায় বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২ পৃষ্ঠার এ রায় ঘোষণা শুরু করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে আছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

মামলার পাচঁ আসামি হলো- মৌলভীবাজারের সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমদ, মো. উজের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়া। এর মধ্যে ইউনুছ আহমদ ও উজের আহমেদ চৌধুরী কারাগারে বাকিরা পলাতক রয়েছে।

২০১৬ সালের ৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়।