চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গতবারের চেয়ে বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।

গতবার পাসের হার ছিল ৭৭ দশমিক ২ শতাংশ। এ পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। গতবার পেয়েছিলেন ১ হাজার ৮১৫ জন।

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৭ হাজার ৭৯৩ জন। পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন।

বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।