চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাতৃভাষা দিবসের স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বেড়েছে

স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক’ স্বর্ণ মুদ্রার মূল্য বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পূনঃনির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দু’টির মূল্য ৯০ হাজার টাকার স্থলে ১ লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।  ওই সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হলো।