চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে নামার আগে ‘অদ্ভুত চোটের’ ধাক্কায় ইংলিশরা

শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। খেলা মাঠে গড়ানোর আগে জোর ধাক্কাই খেলো ইংলিশরা, চোট পেয়ে ম্যাচের আগেরদিন ছিটকে গেছেন ওপেনার জ্যাক ক্রলি।

মঙ্গলবার ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার সময় পাথরের মেঝেতে পা পিছলে আহত হন ক্রলি। ব্যথা পান হাতের কব্জিতে। বুধবার বাকি সবাইকে মাঠে দেখা গেলেও ছিলেন না ২৩ বছর বয়সী ডানহাতি ওপেনার। হাতে স্ক্যান করা হয়েছে তার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে ক্রলির। যার কারণে চেন্নাইয়ে দুই টেস্টে খেলা হবে না তার।

ক্রলির চোটে সতর্ক হয়ে পাথরের মেঝেতে তোয়ালে বিছিয়ে দিয়েছে ইংল্যান্ড, দলের অন্যকোনো খেলোয়াড় যাতে এভাবে দুর্ঘটনায় না পড়ে সেজন্যই এই সতর্কতা!

চেন্নাইয়ে প্রথম টেস্টে ক্রলির জায়গায় ডাক পেতে পারেন জো বার্নস, ম্যাচে ডম শিবলির সঙ্গে ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে। এখন পর্যন্ত বিষয়টি অবশ্য চূড়ান্ত করেনি জো রুটের দল।