চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছিল ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর হাতছানি। মুশফিকুর রহিম সেটি পারেননি। বরং দলকে আরও চাপে ফেলে সাজঘরে ফিরেছেন।

মুশফিক এদিন ২৮ রান করতে পারলে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রানের মালিক হতেন। কিন্তু করতে পারেন ২১।

শুক্রবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের এই ম্যাচে ২০ ওভারের আগেই বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। মুশফিক আউট হন জাদেজার বলে। রিভার্স-সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে চাহালের হাতে ধরা পড়েন।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ১৯০ ম্যাচ খেলা সাকিব আল হাসান ১৭৯ ইনিংসে করেছেন ৫৪৬৫ রান। মুশফিকের অপেক্ষা বাড়ল।

আগের ম্যাচের মতো এদিনও বাংলাদেশের শুরুটা একদম ভালো হয়নি। ১৬ রানের ভেতর বিদায় নেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (৭) এবং লিটন কুমার দাস (৭)। এরপর দেখতে দেখতে সাজঘরের পথ ধরেন সাকিব আল হাসান (১৭) এবং মোহাম্মদ মিঠুন (৯)।