চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ক‌য়েক মি‌নি‌টের বৃ‌ষ্টি‌তে স‌চিবালয় ত‌লি‌য়ে যায় হাটু পা‌নির নি‌চে

এবারের বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার তীব্রতায় জনগণের ভোগান্তি উঠেছে চরমে। প্রতিবারই বৃষ্টিতে রাস্তায় কমবেশি পানি জমলেও এবার যেন অবস্থা অন্য যে কোনবারের চেয়ে ভয়াবহ।

সামান্য বৃষ্টি প্রধান সড়কগুলোকেই চলাচলের অযোগ্য করে ফেলছে, ডুবে যাচ্ছে যানবাহন। আর অলিগলির অবস্থা তো বলার মতো নয়।প্রতি বছর রাস্তা আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যাপক খোঁড়াখুড়ি হওয়ার পরও এ দুর্দশা নিয়ে গণমাধ্যমে সংবাদ শুধু হয়নি, ঝড় উঠেছে সামাজিক মাধ্যমগুলোতেও।বৃষ্টি-জলাবদ্ধতা

এই অবস্থা থেকে বাদ যাচ্ছে না প্রশাস‌নের কেন্দ্র‌বিন্দু  বাংলাদেশ সচিবালয়ও।

জলাবদ্ধ নাগরিক জীবনের দুর্দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মহসিনুল করিম। জলমগ্ন সচিবালয়ের ছবিসহ ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘প্র‌তি বছর রক্ষণা‌বেক্ষ‌ণে কো‌টি কো‌টি টাকা ব্যয় হ‌লেও ক‌য়েক মি‌নি‌টের বৃ‌ষ্টি‌তে প্রশাস‌নের কেন্দ্র‌বিন্দু বাংলা‌দেশ স‌চিবালয় ত‌লি‌য়ে যায় হাটু পা‌নির নি‌চে। তাহ‌লে এই ক‌য়েক কো‌টি টাকা যায় কোথায়? কেন ওই অ‌র্থের উপযুক্ত ব্যবহার নি‌শ্চিত করা যা‌চ্ছে না। না‌কি পু‌রো টাকাই ভাগ হ‌য়ে যা‌চ্ছে শীর্ষ কর্তা‌দের প‌কে‌টে? এ প্র‌শ্নের জবাব কে দে‌বে?’বৃষ্টি-জলাবদ্ধতা