চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিস্তৃতি বাড়াতে ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইসিসি

ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে চুক্তিতে এসেছে খেলাটির অভিভাবক সংস্থা আইসিসি। চার বছরের চুক্তিতে ক্রিকেটের বিভিন্ন রকম ডিজিটাল কনটেন্ট বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে ফেসবুক।

২০২৩ সাল পর্যন্ত হওয়া এই চুক্তিতে থাকছে খেলার হাইলাইটস, গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও এবং বিভিন্ন কনটেন্ট। আইসিসির টুর্নামেন্টগুলোর খেলা পরবর্তী সংবাদ সম্মেলন, খেলার টুকরো অংশ ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে সম্প্রচার করার সত্ত্বও থাকছে ফেসবুকের কাছে।

‘প্রথমবারের মতো ফেসবুককে আমাদের বৈশ্বিক ক্রিকেট পরিবারের অংশ করতে পারায় আমরা আনন্দিত। বিশ্বের অন্যতম নন্দিত খেলাটিকে বৃহৎ এক প্লাটফর্মের অংশ করতে পারায় ভবিষ্যতে খেলাটির পরিসর আরও বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।’ বৃহস্পতিবার চুক্তি সম্পাদনের পর বিবৃতিতে এমনই বলেছেন আইসিসির প্রধান নির্বাহী মনু শ্বনি।

চলতি বছর ইংল্যান্ড বিশ্বকাপের বিভিন্ন ফুটেজ ৪.৬ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এতেই ফেসবুকের সঙ্গে চুক্তিতে বেশ আগ্রহী হয়ে ওঠে আইসিসি।

চুক্তি অনুযায়ী ২০২০ নারী ও পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ডিজিটাল কনটেন্ট সম্প্রচারের ক্ষমতা থাকবে ফেসবুকের কাছে।