চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিষয় যদি গুরুত্বপূর্ণ হয়, গণমাধ্যম তা তুলে ধরতে বাধ্য: ফরিদুর রেজা সাগর

গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন: জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় গণমাধ্যম কখনো এড়িয়ে যেতে পারে না। মানুষের আগ্রহের বিষয় নিয়েই গণমাধ্যম কাজ করে।

নিউইয়র্ক বইমেলার দ্বিতীয় দিনে সাহিত্য ও তথ্য মাধ্যম শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন: প্রথম চাঁদে অভিযানের ভিডিও কিছুটা আবছা আবছা দেখায়। কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় মানুষের আগ্রহের কমতি নেই। মানুষের প্রয়োজনে গণমাধ্যম ভূমিকা রাখছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলেও আশা করেন বইমেলার উদ্বোধক ফরিদুর রেজা সাগর।জনগুরুত্বপূর্ণ বিষয়-বইমেলা-গণমাধ্যম

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলা সাহিত্য শীর্ষক আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক আনিসুল হক।

বইমেলার  দ্বিতীয়  দিন ছুটির দিন হওয়ায় দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়। লেখক-সাহিত্যিক আড্ডা, নতুন বই নিয়ে আলোচনা, প্রকাশকদের কথা, স্বরচিত কবিতাপাঠ, নৃত্য ও গান প্রাণভরে উপভোগ করেন উত্তর আমেরিকা প্রবাসী বাঙালিরা।জনগুরুত্বপূর্ণ বিষয়-বইমেলা-গণমাধ্যম

নিউইয়র্ক বইমেলায় স্থান পেয়েছে ২০টি স্টল।