চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিপিএলে কার ব্যাটে কয়টি ছক্কা

১৩ ম্যাচ, ১৩ ইনিংস। ছয়ের সংখ্যাও সমান ২২। বঙ্গবন্ধু বিপিএলে এপর্যন্ত সর্বোচ্চ ছক্কা মেরেছেন ইমরুল কায়েস ও রাইলি রুশো। ইমরুলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল শেষ করেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে। খুলনা টাইগার্সের রুশোর সামনে ফাইনাল, সাউথ আফ্রিকান এ ক্রিকেটারের সুযোগ আছে শুক্রবার ইমরুলকে ছাড়িয়ে যাওয়ার।

সিলেট থান্ডারের ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস ১১ ম্যাচে ছক্কা মেরেছেন ২০টি। সমান ছক্কা হাঁকিয়েছেন আরেক ক্যারিবীয় চ্যাডউইক ওয়ালটন। চট্টগ্রামের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান অবশ্য খেলেছেন ১৪ ম্যাচ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

লেন্ডল সিমন্স ৯ ম্যাচ খেলেই মেরেছেন ১৯ ছক্কা। কুমিল্লা ওয়ারিয়র্সের সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মালানের নামের পাশে ১১ ম্যাচে ১৯ ছয়।

রাজশাহী রয়্যালকে ফাইনালে তোলা আন্দ্রে রাসেল ১২ ম্যাচে ১০ ইনিংসে মেরেছেন ১৮ ছক্কা। চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেই এ ক্যারিবিয়ান দানব মারেন ৭টি ছয়।

ঢাকা প্লাটুনের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান ও রাজশাহীর পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক মেরেছেন সমান ১৭টি করে ছক্কা।

চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটে পড়ায় খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। ম্যাচ কম খেললেই বাংলাদেশ দলের সাইলেন্ট কিলার এবার মেরেছেন ১৫টি ছয়।