চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদায় মাশ্চেরানো

বিশ্বকাপ শেষেই যে বিদায় বলবেন, জানিয়ে রেখেছিলেন আগেই। সময়টা বড্ড তাড়াতাড়িই চলে এলো হাভিয়ের মাশ্চেরানোর জীবনে!

শনিবার ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। হারের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ৩৪ বছর বয়সী মাশ্চেরানো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকল আর্জেন্টিনা জার্সিতে এ ডিফেন্সিভ মিডফিল্ডারের শেষ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে শুরু হয়েছিল মাশ্চেরানোর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। পরে একে একে ১৪৭টি ম্যাচে কাঁধে বয়ে বেড়িয়েছেন দেশের ফুটবলের মাঝমাঠ ও রক্ষণের ভার। রক্ষণে থাকলেও দেশের হয়ে তিনটি গোলও ছিল বার্সার সাবেক খেলোয়াড়ের।

আর্জেন্টিনার মূল অধিনায়ক মেসি হলেও তাকেই ভাবা হতো নেপথ্যের নায়ক। অনেক দুঃসময়ে দলকে অনুপ্রেরণা যুগিয়েছেন। নতুনদের আগলে রেখেছেন। এখন থেকে এই অভিজ্ঞ সেনানীর পরামর্শ সতীর্থরা পাবেন না, পাবেন কেবল ভবিষ্যতের আর্জেন্টাইন তারকারা।

নিজেরা যা পারেননি ভবিষ্যতের আর্জেন্টাইনরা সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা এনে দেবেন, এমন আশা নিয়েই অবসরের ঘোষণা দিয়েছেন মাশ্চেরানো। জানিয়ে দিলেন অবসর নিলেও দেশের জন্য গলা ফাটিয়ে যাবেন সারা জীবন।

‘এখন থেকে আমার গল্প এখানেই শেষ। আমরা আমাদের সর্বোচ্চটাই দিয়েছি। এখন থেকে আমিও একজন সাধারণ আর্জেন্টাইন ভক্ত। আশায় থাকলাম ভবিষ্যতের খেলোয়াড়রাই আমাদের স্বপ্ন একদিন সত্যি করবে।’