চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিজয়ের চার যুগে তথ্যপ্রযুক্তি খাতে গৌরবময় অগ্রযাত্রা

আধুনিক, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি নির্ভর একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ। সময়ের বিবর্তনে ৪৮ বছরে এখন সব কিছুই যেন তথ্যপ্রযুক্তি নির্ভর। কিন্তু নতুন বাস্তবতায় কতদূর এগিয়েছে এই খাত?

স্বাধীনতার চার যুগ পর আজ সেই স্বপ্ন অনেকটাই বাস্তব। বিশ্বের প্রথম সামাজিক রোবট সোফিয়ার মুখেও উচ্চারিত বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতির কথা।

তবে শুরুটা অনেক কঠিন ছিল। বায়াত্তরের ১০ জানুয়ারি দেশে ফিরেই মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন জাতির জনক।

২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ আর ৪১ সালের মধ্যে ধনী দেশে পরিণত হওয়ার স্বপ্ন বাংলাদেশের। এজন্য দারিদ্র্য দূর করার পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশ গঠন বড় চ্যালেঞ্জ। আর দুর্নীতি দূর করার এক বড় অস্ত্রের নাম ডিজিটাইজেশন।

১৯৭১ থেকে ২০১৯। ৪৮ বছরের পথ পরিক্রমায় পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে তথ্য প্রযুক্তি খাতের এই উন্নতি কি যথেষ্ট?

যে তরুণরা দেশ স্বাধীন করতে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, তাদের উত্তরপ্রজন্ম তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণেও হতাশ করবে না- এমন স্বপ্নই দেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া বাংলাদেশ।