চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি

২০১৬-১৭ অর্থবছরের বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। সম্প্রসারণমূখী ৮ লাখ ৮ হাজার ১৪২ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে  শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ দীর্ঘমেয়াদে বৈষম্যহীন অর্থনীতির ওপর জোর দেয়া হয়েছে।

আগামী ২ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এর আগে এক লাখ ৭০ হাজার কোটি টাকা ঘাটতি দেখিয়ে দ্বিতীয়বারের মতো অর্থনীতি সমিতির বিকল্প বাজেট।

বাজেট প্রস্তবনায় সংগঠনের সাবেক সভাপতি আবুল বারকাত বলেন, সরকারের রাজস্ব অায় থেকে অাসবে ৬ লক্ষ ৩৮ হাজার ১৪২ কোটি টাকা, অর্থাৎ মোট বাজেট বরাদ্দের প্রায় ৮০ শতাংশের যোগান দেবে রাজস্ব অায়। অার বাজেটের বাকী ২০ শতাংশ অর্থাৎ ঘাটতি অর্থায়নে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা যোগান দেবে পিপিপি, বিদেশী নাগরিকদের বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণ থেকে।

সংবাদ সম্মেলনে বিকল্প এই বাজেটে অর্থমন্ত্রীর আগামী বাজেটের দ্বিগুণেরও বেশি প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি।

বাংলাদেশ অর্থনীতি সমিতি   প্রস্তাবনা অনুযায়ী মোট বাজেট বরাদ্দের প্রায় ৮০ শতাংশের যোগান আসবে সরকারের রাজস্ব আয় থেকে।

বিকল্প বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির জন্যে বিদেশী নাগরিকদের উপর করসহ ১৩টি নতুন উৎস চিহ্নিত করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।