চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রচণ্ড তাপ থেকে শ্রমিকদের রক্ষায় সৌদিতে নতুন নির্দেশনা

সৌদি আরবে গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে শ্রমিকদের রক্ষায় দিনের কর্মঘণ্টায় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সৌদি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের দুপুর থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রখর সুর্যের নীচে কাজ করতে দেয়া যাবে না।

আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। তবে তেল এবং গ্যাসক্ষেত্রের শ্রমিকদের জন্য এই নির্দেশনা শিথিল থাকবে। যেসব এলাকায় তাপমাত্রা অপেক্ষাকৃত কম সেসব এলাকার ক্ষেত্রেও নির্দেশনার ব্যতিক্রম হতে পারে। তারপরও শ্রমিকদের তাপ থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

শ্রমিকদের কর্মপরিবেশ সুরক্ষিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সৌদির লেবার অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা ফাহাদ বিন আবদুল্লাহ আল-আওয়াইদি।