চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বারিধারায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ট্যাক্সি আটক

শুল্ক সুবিধার অপব্যবহার করে আমদানি করা দু’টি ট্যাক্সি আটক করেছে শুল্ক
গোয়েন্দারা। তমা গ্রুপের নামে আমদানি জিপ দু’টি ট্যাক্সির জন্য নির্ধারিত
শুল্ক সুবিধায় আনলেও এগুলো ব্যক্তিগত ব্যবহারের প্রাথমিক তথ্য থাকায়
সেগুলো আটক করা হয়।

এসআরও ১৩৯/২০০৯ অনুযায়ী ট্যাক্সি ক্যাবের জন্য আনা কোনো গাড়ি ২০% এর অতিরিক্ত শুল্ক মওকুফযোগ্য। আটক ট্যাক্সি টয়োটা হ্যারিয়ার ২০১৪ সালের তৈরি। এর ইন্জিন ক্যাপাসিটি সিসি ২০০০। এর মধ্যে একটি ২০১৫ সালে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন (ঢাকা মেট্টো প ১৪-৫৯৩৫) নেয়া হয়। অন্যটি এখনো নেয়নি। পরেরটি বারিধারার অটোকার সেলেকশন নামের শোরুম থেকে উদ্ধার করা হয়।

এসআরও শর্ত অনুসারে এসব ট্যাক্সির রং ও অন্যান্য ফিটিং সরবরাহের যেসব বিধি আছে সেগুলোও মানা হয়নি। এসআরও অনুসারে ট্যাক্সি ব্যক্তিগত ব্যবহার করা যায় না। সে হিসেবে গাড়ি দু’টির মোট শুল্ক ২১৭%। শুল্কসহ মোট মূল্য এক কোটি টাকা। এতে শুল্ক সুবিধা নেয়া হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।

আরো অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।