চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাবা-ছেলে টেস্ট খেলেছেন, তার ডাক আসেনি

মৌসুমে ৭৫ উইকেট, ৪৫০ রান, তবুও ডাক আসেনি

সাউদাম্পটন থেকে: টিম ট্রেমলেট খেলোয়াড়ি জীবনের পুরোটাই কাটিয়েছেন হ্যাম্পশায়ার কাউন্টিতে। খেলেছেন দুইশর বেশি ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ম্যাচ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্থানীয় দলে তার বেশ কদর ছিল। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ১৯৮৫-৮৬ মৌসুমে এ ডানহাতি পেসার নিয়েছিলেন ৭৫ উইকেট। ব্যাট হাতে করেছিলেন ৩০ গড়ে ৪৫০ রান। তবুও ডাক আসেনি ইংল্যান্ড দলে। দেশের হয়ে খেলতে না পারার আক্ষেপ অবশ্য নেই টিম ট্রেমলেটের। বাবা মরিস ট্রেমলেট ও ছেলে ক্রিস ট্রেমলেট টেস্ট খেলেছেন। সেটির মাঝেই সান্ত্বনা খুঁজে নেন ৬২ বছর বয়সী ভদ্রলোক। তিনিই একমাত্র ইংলিশ ক্রিকেটার যার বাবা ও ছেলে পা রাখতে পেরেছেন টেস্টের অভিজাত আঙিনায়।