চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাজেটের ৯৩ ভাগ বাস্তবায়ন হতে পারে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চলতি অর্থ বছর বাজেটের ৯৩ ভাগ বাস্তবায়ন হতে পারে।  ব্যবসায়ীরা স্বেচ্ছায় কর দিতে চায় না মন্তব্য করে তিনি বলেছেন, তারপরও গত বছরের চেয়ে ১৫ ভাগ বেশি রাজস্ব আয় হবে।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বিসিএস কাস্টমস, ভ্যাট এন্ড ট্যাক্সেস এসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ৩ লাখ ৮৫ হাজার কোটি টাকা হতে পারে।

জুলাই থেকে জানুয়ারি অর্থ বছরের সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার কোটি টাকা কম আদায় করেছে এনবিআর।  জুলাই থেকে ফেব্রুয়ারি আট মাসে এডিপি’র মাত্র ৩৮ ভাগ বাস্তবায়নে কিছুটা হতাশও তিনি।

দুই বছর পিছিয়ে দেয়ার পর ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে সরকারের নতুন পরিকল্পনার কথা বলেন অর্থমন্ত্রী।

অনলাইনে শতভাগ ভ্যাট বা কর পরিশোধ ও রিটার্ন জমা দেয়ার ব্যবস্থা নেয়ারও কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিস্তারিত দেখুন মোরছালিন বাবলার ভিডিও রিপোর্টে: