চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বর্ষার জরুরি জিনিসপাতি

আকাশে কালো মেঘ। গাছে গাছে ফুটেছে কদম। বাতাসে ভেজা মাটির গন্ধ। আর একটু পরপরই নামছে বৃষ্টি। বর্ষার এই রূপ খুব নিরস মানুষকেও ভাবুক বানিয়ে দেয়।

এই বর্ষাতেই যখন বেরসিক অফিসের কাজে কিংবা বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে হয়, তখন বৃষ্টির ওপর মেজাজটা বেশ গরম হয়। তার কারণ একটাই, ভিজে গেলে হবে সর্দি কাশি। তাছাড়া পোশাক, প্রিয় ফোন সেট, স্যান্ডেল সব কিছুই নষ্ট হয়ে যায়।

বর্ষার জীবনযাত্রাকে আরেকটু সহজ করার জন্য প্রয়োজন কিছু আবশ্যিক জিনিসপাতি। এগুলো সঙ্গে থাকলে বৃষ্টিটাকে আর বিরক্তিকর মনে হবে না। জেনে নিন সেগুলো সম্পর্কে।

ওয়াটার প্রুফ ফোন কভার
বর্ষায় আপনার দামী ফোনটি নষ্ট করতে না চাইলে আজই কিনে ফেলুন ওয়াটার প্রুফ ফোন কভার। মোবাইল এক্সেসরিজ এর দোকানে বর্ষার উপযোগী বিশেষ ধরণের ফোন কভার পাওয়া যায়। যত বৃষ্টিই হোক, কভার লাগানো থাকলে ফোনে পানি ঢোকে না।

বর্ষার উপযোগী জুতা
সাধারণ স্যান্ডেল কিংবা লেদারের জুতা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। মাঝ রাস্তায় স্যান্ডেলের আঠা খুলে গিয়ে বিপাকে পড়তে হতে পারে। তাই বর্ষার উপযোগী স্যান্ডেল ব্যবহার করুন। প্লাস্টিকের কিংবা রাবারের একটু উঁচু স্যান্ডেল ব্যবহার করলে বর্ষাতেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন।

রেইন কোট
সঙ্গে ছাতা থাকলেও অনেক সময় বৃষ্টির ছাঁটে ভিজে যেতে হয়। তাই এই বর্ষায় কিনে ফেলুন ফ্যাশনেবল একটি রেইনকোট। সামনে বোতাম দেয়া রেইনকোট কিনলে পোশাকের ওপর দিয়ে সহজেই পরতে এবং খুলতে পারবেন। মনে রাখুন, রেইনকোট ব্যবহার শেষে ভালো করে শুকিয়ে না রাখলে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাবে।

প্লাস্টিক হ্যান্ড ব্যাগ
বর্ষায় যে হ্যান্ড ব্যাগটি ব্যবহার করবেন সেটা যেন অবশ্যই প্লাস্টিক, রেক্সিন কিংবা ওয়াটার প্রুফ কাপড়ের তৈরি হয়। না হলে বৃষ্টির পানি ঢুকে ব্যাগের জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে।

ছোট টাওয়েল
এই বর্ষায় ব্যাগে সব সময় ছোট একটি টাওয়েল রাখতে পারেন। হুট করে বৃষ্টি নেমে মাথা ভিজে গেলেও সমস্যা নেই। টাওয়েল দিয়ে মাথা মুছে নিতে পারবেন ঝটপট। টাইমস অব ইন্ডিয়া