চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বর্ষবরণ ছাড়া রমনায় আর কোনো অনুষ্ঠান নয়

রমনা পার্কে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান ছাড়া আর কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রমনা পার্কের সৌন্দর্য্য ও ঐতিহ্য রক্ষায় স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনায় উঠে আসে পার্কটি ব্যবহারে সচেতনতার অভাব, সেই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও দখলদারিত্বের কারণে সৌন্দর্য্য হারাচ্ছে ঐতিহাসিক রমনা পার্ক। এই অবস্থায় রমনা পার্কের সৌন্দর্য্য রক্ষা এবং ঐতিহ্য সুরক্ষায় আলোচনা সভার আয়োজন করা হয় ।

পরিবেশবাদী নাগরিক সমাজের আয়োজনে সভায় রমনার প্রকৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পরিবেশবিদরা বলেন, শুধুমাত্র পরিকল্পনার অভাবেই নষ্ট হচ্ছে রমনার পরিবেশ। যেখানে সেখানে স্থাপনা নির্মাণে সৌন্দর্য্য হারাচ্ছে ঐতিহ্যবাহী এ পার্ক।

রমনার পরিবেশ রক্ষায় বেশ কিছু প্রতিশ্রুতি দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, রমনা পার্কে তো মেলা করা যাবে না, সুতারাং এগুলো বন্ধ করে দিবো।

তিনি জোর দিয়ে বলেন, রমনা বটমূলে পহেলা বৈশাখ ছাড়া আর কোন অনুষ্ঠান করতে দিবো না।

বাইটমন্ত্রী বলেন, অচিরেই পার্কের সৌন্দর্য্য বাড়াতে আরো অনেক গাছ লাগানো হবে।

সেই সাথে রমনা পার্ক রক্ষায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।