চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বরুণের এক ছবির পারিশ্রমিক ৩৩ কোটি রুপি!

কয়দিন আগেই সোশ্যাল মিডিয়ায় বরুণ ধাওয়ান জানিয়েছেন যে তিনি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবির শুটিং করতে গিয়ে পায়ে ব্যথাও পেয়েছিলেন বরুণ। অতিরিক্ত পরিশ্রমে অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। তবে পরিশ্রম বৃথা যায়নি বরুণের।

জানা গেছে রেমো ডিসুজার এই ছবির জন্য বরুণকে ৩৩ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হবে। চুক্তিতে স্বাক্ষর দেয়ার সময়েই দিয়ে দেয়া হয়েছে ১১ কোটি রুপি। বাকিটা পরে পরিশোধ করা হবে।

বরুণ ধাওয়ানকে এই প্রজন্মের সুপারস্টার বলা হয়। বরুণকে এত বিরাট অংকের পারিশ্রমিক দেয়ার কারণ তার টেলিভিশনের জনপ্রিয়তা। টেলিভিশনে ভালো ব্যবসা করে বরুণের ছবি।

‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিটির নির্মাতারা পরিকল্পনা করছেন একটি লিডিং টিভি চ্যানেলের কাছে চড়া দামে সিনেমার স্বত্ব বিক্রি করে দেয়ার। সেই টিভি চ্যানেলও প্রস্তুত কারণ ছোটপর্দায় বরুণের সিনেমার চাহিদা অনেক।

ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার। ছবিতে বরুণ ধাওয়ান ছাড়াও দেখা যাবে শ্রদ্ধা কাপুর, প্রভু দেবা, রাখব জুয়াল, পুনিত পাঠক, ধর্মেশ ইয়েলান্ডে এবং নোরা ফাতেহিকে।

সিনেমাটি এবছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। শোনা যাচ্ছে আগামী বছরে মুক্তি পাবে ছবিটি।