চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বরকত-রুবেলের জামিন প্রশ্নে রুল

অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের অভিযোগে করা মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই মামলায় বরকত ও রুবেলকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে বরকত-রুবেলের জামিনের পক্ষে শুনানি করেন মো: কামরুল আলম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।

ফরিদপুরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বরকত ও রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা ছাড়াও মানি লন্ডারিংসহ মোট ১১টি মামলা রয়েছে।