চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বনানীতে আগুন: কারণ অনুসন্ধান ও দায়ীদের খুঁজতে গণশুনানি

বনানীর অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আজ গণশুনানি করেছে।

২ জন অতিরিক্ত সচিব ও দুজন যুগ্ম সচিবের উপস্থিতিতে নয় সদস্যের কমিটি ওই গণশুনানি করছে।

২৪ জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য রেকর্ড করার পর সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান।

গণশুনানিতে অংশ নেয়া বেশিরভাগ মানুষ বলেছেন: পাশের আহমেদ টাওয়ার এর গ্লাস ভেঙ্গে এবং আরএফ টাওয়ারের গ্রিল ভেঙ্গে তারা আহমেদ টাওয়ার দিয়ে বের হয়ে এসেছে।  না হলে কোনোভাবেই তাদের বাঁচা সম্ভব হতো না।

ভবন প্রকৌশল বিশেষজ্ঞরা বনানীর পুড়ে যাওয়া ভবনটি পরিদর্শন করে সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন। বলেছেন এই ভবনটি ব্যবহার উপযোগী কিনা তা জানাতে কয়েক দিন সময় লাগবে।

গণশুনানির মাধ্যমে তদন্ত কমিটি ঘটনার কারণ উদঘাটন করতে পারবে এবং সুপারিশমালা প্রণয়ন করতে পারবে। ঘটনার সময় উপস্থিত এবং বিভিন্নভাবে বেঁচে যাওয়া ব্যক্তিবর্গ গণশুনানিতে বক্তব্য দিচ্ছেন।