চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বনাঞ্চলে গাছকাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

কোন প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের বনাঞ্চল বা বনভূমি থেকে গাছকাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত ৬ মাসের জন্য এই নির্দেশনা দিয়ে গাছকাটা বিষয়ে একটি ‘টাইম বাউন্ড’ কর্মপরিকল্পনা দাখিল করতে বলেছেন।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালত রুলে, প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের বনাঞ্চল বা বনভূমির গাছকাটা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

এর আগে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দিলেন।