চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গণহত্যা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী-৪

২৫শে মার্চের কালরাতে গণহত্যা শুরু হলে বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা বিদ্রোহ শুরু করেন। বিদ্রোহের খবর পেয়ে শুরুতেই হোঁচট খায় পাকিস্তানিরা।

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগ আজিমের ১৭ পর্বের ধারাবাহিকের আজ চতুর্থ পর্ব।

একাত্তরের ২৫শে মার্চের কালরাতে ঢাকায় ছাত্রসহ নিরীহ মানুষদের গণহত্যা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী। তবে গণহত্যাকে ঢাকার বাইরে বেশি বিস্তৃত হতে দেননি সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা।

ঢাকায় গণহত্যার খবর পেয়ে ওই রাতেই বিদ্রোহ করে সারাদেশের পুলিশ ও ইপিআর।

বিভিন্ন বাহিনীর বাঙালি সদস্যদের বিদ্রোহের কারণে সাধারণ মানুষ আরো বেশি উজ্জীবিত হন, প্রস্তুতি নিতে থাকেন মুক্তিযুদ্ধের।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: