চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফেব্রুয়ারিতে মিরপুরে চালু হচ্ছে সিনেপ্লেক্স

সিনেমা দেখার জন্য মিরপুর অঞ্চলের মানুষের কাছে ভরসার নাম ছিলো সনি সিনেমা হল। আর এই হলটিই এবার ভেঙে চালু হচ্ছে নতুন মোড়কে। দর্শক সেখানে উপভোগ করবেন আধুনিক সিনে থিয়েটারে ছবি দেখার সুযোগ!

গেল ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির বিষয়বস্তু ছিল, মিরপুরের ঐতিহ্যবাহি সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এরমধ্যে কেটে গেছে একবছর। লম্বা এ সময়ে মিরপুর-১ অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ সনি রূপ নিয়েছে সিনেপ্লেক্সে! আগামী ফেব্রুয়ারি মাস থেকে যেটি চালু হতে যাচ্ছে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ নামে।

চ্যানেল আই অনলাইনকে সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ চালু হবে।

সনি’র কর্ণধার মো. হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, পুরোদমে কাজ চলছে। যতদ্রুত সম্ভব চালুর জন্য কাজ করছি। তিনি বলেন, এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপ্লেক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ থাকবে।

আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ শেষের দিকে। যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে সনি-স্টার সিনেপ্লেক্স। এছাড়া সিনেপ্লেক্সের পরিবেশন উন্নত করতে দেশের নামীদামী পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে ‘সনি স্কয়ার’ ইতোমধ্যেই গড়ে উঠছে।

৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ বর্তমানে মোট ১২টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স। মিরপুর অঞ্চলে আরও ৩টি স্ক্রিন নিয়ে চালু হলেই ফেব্রুয়ারি থেকে ঢাকায় মোট ১৫টি স্ক্রিন থাকবে স্টার সিনেপ্লেক্সের।

কর্ণধার মাহবুবুর রহমান রুহেল আগেই ঘোষণা দিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে কয়েক বছরের মধ্যে একযোগে ১০০ সিনেপ্লেক্স চালু রাখবে সিনেপ্লেক্স। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।