চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফাঁকা হচ্ছে ঢাকা, জমে উঠছে পশুর হাট

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। তবে সময়মতো গাড়ি না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদ এগিয়ে আসায় রাজধানীর পশুর হাটগুলোতে রাতভর চলেছে বেচা কেনা।

থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তার উপর যানজট। তবুও ঈদের ছুটিতে বাড়ি ফেরার গাড়ি চেপে সবার চোখেমুখে অন্যরকম এক আনন্দ। তবে নির্ধারিত সময়ে গাড়ি না পাওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। যাত্রীদের কেউ কেউ বলেন,রাত ৩টার পরও গাবতলীমুখী গাড়ির চাপে শ্যামলী পর্যন্ত যানজট থাকছে।

রাজধানীর কোরবানি পশুর হাটগুলো রাতেও জমজমাট থাকে। যদিও দাম বেশি তবুও ক্রেতাদের পছন্দ দেশী গরু তবে বিক্রেতাদের দাবি, এবার কোরবানির পশুর দাম কম। তুলনামূলক বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরু কেনার আগ্রহ ক্রেতাদের। আজ সারাদিন বিক্রি আরো বাড়বে বলে জানিয়েছে বিক্রেতারা।