চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে ঘরে ফেরা মানুষ

রাজধানীতে সকালে এক পশলা বৃষ্টি গত কয়েক দিনের তীব্র গরমে একটু স্বস্তি এনে দিয়েছে ঠিকই। ঢাকাবাসী যেন অনেকদিন পর একটু প্রশান্তির নিঃশ্বাস নিতে পারল।

কিন্তু এই ক্ষণিক স্বস্তির বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষেরা।

এদিকে ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসগুলো মোটামুটি ঠিক সময়ে ছাড়লেও ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

রাজধানীতে শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, মিরপুর, শ্যামলী, কালশি, বসুন্ধরা, বারিধারা, উত্তরা, বনানীসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি নামে।

সারাদিনের তীব্র তাপমাত্রা ও সন্ধ্যা পর্যন্ত ভ্যাপসা গরমের পর এ বৃষ্টিতে রাতেই পরিবেশ বেশ ঠাণ্ডা হয়ে আসে।

তবে রাতে এবং শনিবার ভোরে বৃষ্টিপাতের ফলে মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, ফামর্গেট, কারওয়ানবাজার, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, কাকরাইল, বিজয়নগরসহ বহু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এই জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। রাস্তায় কম রয়েছে গণপরিবহনের সংখ্যা। এর ফলে অফিসগামী মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। এছাড়া ঈদ উপলক্ষে বাড়ি ফেরা ঢাকাবাসীও মালপত্র নিয়ে দুর্ভোগে পড়েছেন।