চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফসল রক্ষার নামে সুনামগঞ্জ হাওরে অপ্রয়োজনীয় বাঁধ

সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধের নামে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী পাকা সড়কের ভেতরে ও বাইরে অপ্রয়োজনীয় এসব বাঁধ নির্মাণ করে বরাদ্দের টাকা লুটপাট হচ্ছে।

সুনামগঞ্জের দু’লাখ ২৪ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় জেলার বিভিন্ন হাওরে নয়শ’ ৬৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।

নীতিমালা অনুযায়ী হাওরের কৃষকের সঙ্গে আলোচনা করে প্রকল্প গ্রহণের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সেই নিয়ম তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ করেছে কৃষক।

জনসাধারণের চলাচলের স্থায়ী পাকা সড়ক মাঝখানে রেখে এর ভেতরে কিংবা বাইরে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করছে অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি।

সামাজিক সংগঠন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এসব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন।

অপ্রয়োজনীয় প্রকল্পের বিষয়ে সুনির্দিষ্ট কারণ দর্শাতে সংশ্লিষ্টদের চিঠি দেয়ার কথা জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য চলতি মৌসুমে একশ’ ৭৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: