চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফলাফল যাই হোক মেনে নেবো: শাফিন আহমেদ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন: বড় ধরনের কোনো অনিয়ম ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল যাই হোক তা মেনে নেবো।

জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন শাফিন আহমেদ।

তিনি বলেন: সকালে ভোটার কম থাকলেও বিকেলে উপস্থিতি সন্তোষজনক থাকায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

রাজধানীর বিভিন্ন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিলো কম, কিছু কিছু ভোটকেন্দ্র ছিল একেবারেই ভোটারশূন্য। তবে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

বিএনপিসহ অধিকাংশ দলের নির্বাচন বর্জনে এমনিতেই এ উপ-নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টির কারণে ভোটের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।