চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রশংসিত সজল-অপর্ণার ‘কে আপন কে পর’

দর্শকের অভিযোগ, টেলিভিশন নাটকে আগের মতো এখন আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প দেখা যায় না। সবাই এখন ছুটছেন ভিউয়ের দিকে। চটুল আর অশ্লীল অঙ্গ ভঙ্গিতে ভরপুর নাটকগুলো। কিন্তু চ্যানেল আই বরাবরই নাটকে গল্পকে প্রাধান্য দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রচারিত টেলিছবি ‘কে আপন কে পর’ প্রশংসিত হচ্ছে দর্শকের মাঝে।

গল্প প্রধান টেলিছবি ‘কে আপন কে পর’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মিঠু রায়। সস্প্রতি চ্যানেল আইয়ে প্রচারের পর প্রকাশ পায় চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। ভিউ কম হলেও টেলিছবিটি যারাই দেখেছেন, প্রশংসা করেছেন সবাই। বিশেষ করে এর গল্প নিয়ে মুগ্ধতা জানিয়েছেন অসংখ্য দর্শক।

মানস পাল রচিত, মিঠু রায়ের এই টেলিফিল্ম প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ফ্যাক্টরি। ‘কে আপন কে পর’ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, অপর্ণা ঘোষ, শিল্পী সরকার অপু, সুবাইতা, মিলন, স্বপনসহ আরও অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মশিউর রহমান এবং সম্পাদনায় ছিলেন সাগর।

কী আছে টেলিছবির এই গল্পে? কেন সবাই প্রশংসা করছেন? ‘কে আপন কে পর’ টেলিছবিটি দেখে নিন এখানে: