চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পৌর নির্বাচন বিষয়ে নানা দাবি নিয়ে ইসি’তে জাতীয় পার্টি

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন বাবলুর নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছেন। রোববার সকালে পৌর নির্বাচনের আচরণ সম্পর্কিত নীতিমালা ও দলের পক্ষ থেকে তাদের দাবি সম্বলিত একটি প্রতিবেদন নিয়ে তারা নির্বাচন কমিশনে যান।

জাতীয় পার্টি নেতাদের দাবি, এমপিরা যেনো নির্বাচনের প্রচারণায় যেতে পারেন। একই দাবি এর আগে জানিয়েছে আওয়ামী লীগও। 

পাশাপাশি জাতীয় পার্টি পৌর নির্বাচন দশদিন পেছানোরও দাবী করেন। 

এর আগে সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিলো উল্লেখ করে জাতীয় পার্টির মন্তব্য, পৌর নির্বাচন নির্বাচন কমিশনের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ।

উল্লেখ্য, শর্ত সাপেক্ষে পৌর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলীয় প্রার্থী মনোনয়নে এবারই প্রথম সম্পন্ন হবে পৌর নির্বাচন।