চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ভিডিও ভাইরাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বেশ আনন্দঘন করমর্দনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে এ দুই নেতাকে করমর্দন করতে এবং প্রাণবন্তভাবে হাসতে দেখা যায়। আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ওই ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়ানোর পর অনেকে অনেক ধরণের মন্তব্য করেছেন। কেউ ভিডিওটিকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ভিডিওটি দেখে এটাকে ‘ব্রো হ্যান্ডশেক’ বলে মন্তব্য করেছেন।

রাশিয়া এবং সৌদি আরব দুই দেশই তেল সমৃদ্ধ দেশ হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই ভালো সম্পর্ক বিদ্যমান। ভিডিওটি প্রকাশ হওয়ার পর আবারো বিশ্বকে তাদের সম্পর্কের সেই বন্ধনকেই নতুন করে জানান দিলো।

জি-২০ সম্মেলনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কন্যা ইভানকা, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গেও করমর্দন করেন।

তুরস্কে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিকভাবে চাপে থাকার পর এই প্রথম আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।