চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুতিনের তিন শর্ত

ইউক্রেনে চলমান রাশিয়ার হামলা বন্ধে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি জানায় স্থানীয় সময় সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ফোনালাপ কালে এসব শর্ত তুলে ধরেন তিনি।

তিনি বলেছেন, নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব। এক্ষেত্রে ইউক্রেনের নিরপেক্ষতা ও নিরস্ত্রীকরণ এবং ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করতে হবে।

সেসময় অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ফোনালাপে তিনিও তিনটি দাবির কথা তুলে ধরেছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ইউক্রেনের বেসামরিক লোকজন ও আবাসিক এলাকায় সব ধরনের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামোগুলো রক্ষা করা এবং দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলো নিরাপদ করা।

পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান জানাতে পুতিনের প্রতি আহ্বান জানান তিনি।