চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানের ‘ব্র্যাডম্যান’ বাবর আজম

যেভাবে খেলে যাচ্ছেন, সঠিকভাবে এগোলে একদিন কিংবদন্তির কাতারে উঠে যাবেন পাকিস্তানের হালের সেনসেশন বাবর আজম। হয়তো একদিন হয়ে উঠবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সমপর্যায়ের খেলোয়াড়! এমনটাই বিশ্বাস তার স্বদেশি কিংবদন্তি জহির আব্বাসের।

ক্রিকেট কর্নারের সঙ্গে সাক্ষাৎকারে অনুজ ক্রিকেটার বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান, ‘একজন খেলোয়াড়ের সম্পর্কে শুরুতে কোনো মন্তব্য করা উচিত নয়। বাবর একজন দারুণ ব্যাটসম্যান। তাকে নিয়ে বলতেই হচ্ছে। কারণ সে আমাদের একমাত্র ব্যাটসম্যান যে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে। আমরা তাকে নিয়ে গর্বিত!’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

নিয়মিত পারফরম্যান্স করায় অনেকেই ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন বাবরকে। সে তুলনায় কিছুটা বিরক্ত আব্বাস। তার মতে শুরুর ধারা বজায় রাখতে পারলে বাবর উঠে যাবেন অন্য মর্যাদায়।

‘কোহলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল বাবরের ফর্ম। এভাবে যদি সে খেলতে থাকে তাহলে দলের জন্যই ভালো। সে আমাদের জন্য বিশেষ কিছু, হয়তো ডন ব্র্যাডম্যানের চেয়েও।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সাবেক প্রধান নির্বাচকের বিশ্বাস আসরের শেষ পর্যন্ত শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবে এগিয়ে থাকবে তার দেশ।

‘একজন পাকিস্তানি ও ক্রিকেটার হওয়ায় দলের প্রতি আমার অগাধ বিশ্বাস। চাহিদাটা তখনই পূরণ হবে যখন দল তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারবে। তারা শেষ ১৫ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে। যেটা আমাদের সতর্ক হতে বলছে।’

‘তবে পাকিস্তানকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়াতে দেখেছি। কেউ ভাবেওনি যে তারা সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেবে। সুতরাং এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা খুব উঁচুতেই আছে।’