চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পথচারীদের জন্য বিদ্যানন্দের হাত ধোয়ার ব্যবস্থা

করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব অনেক হলেও পথচারীদের জন্য সেরকম ব্যবস্থা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন হাত ধোয়ার ব্যবস্থা করেছে।

সংগঠনটির স্বেচ্ছাসেবক ফারুক আহমেদ বলেন, ‘করোনা প্রতিরোধে জরুরি সিদ্ধান্তের ভিত্তিতেই পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছেন তারা। সড়কের পাশে বেসিন স্থাপনের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, পানি এবং ওয়েট টিস্যুর ব্যবস্থা করা হয়েছে।’

‘‘হাত ধোয়ার ব্যবস্থা ছাড়াও করোনা নিয়ে সচেতনতা তৈরিতে লিফলেট এবং ব্যানার তৈরি করা হয়েছে। মাস্ক তৈরি হচ্ছে নিজেদের গার্মেন্টসে। বিভিন্ন স্কুলে শিশুদের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে।’’

তিনি মনে করেন, বাস টার্মিনাল, রেল স্টেশন, বিমানবন্দরসহ নৌ এবং স্থল বন্দরগুলোতে এরকম ব্যবস্থা থাকলে ভাইরাস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিদ্যানন্দের পক্ষ থেকে আমরা সড়ক, জনবহুল জায়গা, গণপরিবহণ জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার কথা জানিয়ে ফারুক আরও বলেন, ‘আমরা জীবাণুনাশক স্প্রে করতে চাই। জনবহুল জায়গা ও মসজিদেও আমরা সেগুলো স্প্রে করব। এছাড়াও সেসব জায়গা থেকে বাস ছাড়া হয়, সেখানে গিয়ে বাস ছাড়ার আগে তা জীবাণুমুক্ত করার পরিকল্পনাও আছে।’

‘পাবলিক পরিবহনগুলোতে সাধারণ মানুষজন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই জীবাণুনাশক ছিটাতে বাসে বাসে মেশিন নিয়ে ছুটছে আমাদের স্বেচ্ছাসেবক দল। সে সাথে হ্যান্ড স্যানেটাইজার দিয়ে রাস্তায় মানুষের হাত জীবাণুমুক্ত করার কাজ করছে।’

‘‘করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের নানা দেশ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কঠোর নিয়ম অনুসরণ করলেও আমরা এখনো এ বিষয়টিতে পিছিয়ে আছি। তাই আপনারা নিজ নিজ এলাকায় এভাবে উদ্যোগ নিলে আশা করি সবার ভেতরে সচেতনতা আরো বাড়বে।’’