চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিখোঁজ শিক্ষিকা মনিকা বড়ুয়ার সন্ধান দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে নিখোঁজ হওয়া গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধাকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে তার উদ্বিগ্ন স্বজন ও নাগরিকবৃন্দ।

শুক্রবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাকে দ্রুত উদ্ধারের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে নিখোঁজ মনিকার ছোট বোন সাংবাদিক মন্টি বৈষ্ণব বলেন, নিখোঁজের ২২ দিন পরও মনিকার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার।

এসময় মনিকার দুটি অসহায় সন্তানের কথা চিন্তা করে হলেও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলের গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধা (৪৬) গত ১২ এপ্রিল বাংলা নববর্ষের একদিন আগে চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে নিখোঁজ হন।

এরপর তার স্বামী সাংবাদিক দেবাশীষ বড়ুয়া গত ১৩ এপ্রিল সন্ধ্যা সাতটায় খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ৬২২। এছাড়া তার খোঁজ না পেয়ে গত ২৮ এপ্রিল খুলশি থানাতেই তিনি একটি অপহরণ মামলা দায়ের করেন।