চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারীকে ইট ছুঁড়ে মারায় দিল্লীতে পুলিশ বরখাস্ত

দিল্লীর রাস্তায় এক নারীকে ইট ছুঁড়ে মারায় পুলিশের এক কনস্টেবলকে বরখাস্তের পর গ্রেফতার করা হয়েছে। ইটের আঘাতে আহত হয়েছেন ওই নারী।

মঙ্গলবার সকালে স্কুটারে করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় ট্রাফিক সংকেত অমান্য করেন ওই নারী।

আহত নারীটির স্বামী বলেন, সংকেত অমান্য করায় পুলিশ কনস্টেবল সতীশ চান্দ্র ২০০ টাকা দাবি করলে তার স্ত্রী রশিদ চান। কিন্তু পুলিশ তা দিতে অস্বীকৃতি জানান। বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে পুলিশের স্কুটারকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন।

এর জবাবে পুলিশ কনস্টেবলও আরেকটি ইট ছুঁড়ে মারেন ওই নারীকে। এতে তিনি পিঠে আঘাত পান।

ওই সময় পাশ দিয়ে যাওয়া আরেক যাত্রী এই ঘটনাটি তার মোবাইল ফোনে ভিডিও করেন।

আহত নারী বলেন, ঘটনার সময় তিনি চিৎকার করলে আশপাশ থেকে সবাই ছুটে আসে।

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন আক্রান্ত নারী।

দিল্লীর পুলিশ প্রধান বলেন, এমন জঘন্য অপরাধের জন্য সতীশ চান্দ্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এ ঘটনায় সাবেক আইপি এস অফিসার কিরণ বেদী বলেন, এই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এমন বদমেজাজী পুলিশদের দায়িত্বে রাখা উচিৎ নয়।