চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন খাদ্যনালিতে নতুন জীবন পেল রোহিঙ্গা শিশু জোহা

দেশের চিকিৎসা সেবায় নতুন দৃষ্টান্ত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লিভার-খাদ্যনালিসহ বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অঙ্গ জটিলতার শিকার রোহিঙ্গা শিশু নুরুল জোহাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নতুন খাদ্যনালি তৈরি করে দেশের চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নতুন জীবন ফিরে পেয়েছে নুরুল জোহা।

পাঁচ বছরের রোহিঙ্গা শিশু নুরুল জোহা চলতি বছরের ২ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়। পেটের ওপর দিয়ে স্থানীয় যান টমটম ওঠে যাওয়ায় জোহার খাদ্যনালি-লিভারসহ খাদ্য বিপাক ক্রিয়ায় সহায়ক অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজারের চকোরিয়াতে ‘মোমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের’ আমেরিকান সার্জনরা দুই দফা অস্ত্রোপচার করে। তৃতীয় দফা অস্ত্রোপচারের সময় অতি সংবেদনশীল ও সূক্ষ্ম অঙ্গ ক্ষুদ্রান্ত্র-প্লিহা-লিভার একসঙ্গে পেঁচিয়ে থাকায় আমেরিকান সার্জনরা জোহার অস্ত্রোপচারের ঝুঁকি নেননি। তারা শিশুটির জীবন বাঁচাতে দেশের স্বনামধন্য হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের শরণাপন্ন হন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে বিশেষ ব্যবস্থাপনায় একজন আমেরিকান নার্সের তত্বাবধায়নে গত ৮ আগস্ট নুরুল জোহাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

শিশু সার্জারি বিভাগের উদ্যোগে একটি মেডিক্যাল বোর্ড বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের নেতৃত্বে ১৭ সেপ্টেম্বর শিশু জোহার অস্ত্রোপচার করে বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু।

চিকিৎসকরা বলছেন, মেডিক্যাল পরিভাষায় ‘রু এন্ড ওয়াই হেপাটিকো জেজুনোস্টমি’ অস্ত্রোপচারের সাহায্যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে খাদ্যনালি তৈরির দৃষ্টান্ত থাকলেও নুরুল জোহার অস্ত্রোপচারটি শিশুদের ক্ষেত্রে প্রথম। শিশুদের শরীরের ক্ষুদ্রান্ত্রের একটি অংশ দিয়ে খাদ্যনালির তৈরির এই অস্ত্রোপচারটি বিশ্বেও বিরল।

অস্ত্রোপচারের একমাস পরে চিকিৎসকরা শিশু জোহাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে। হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে থাকায় ইতোমধ্যে নুরুল জোহার ওজন বেড়েছে। বাড়ি ফেরার আনন্দ নিয়ে হাসি-খেলায় কাটছে তার নতুন জীবন।

ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে জোহাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: