চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নগরীতে বর্ষা উৎসব

গরমে অতিষ্ঠ দেশবাসীকে মুক্তি দিয়ে এসে গেলো গানের ঋতু, সজীবতার ঋতু বর্ষা। কদম ফুল, ময়ূরের পাখা মেলা বর্ষা নগর জীবনে না দেখা গেলেও আষাঢ়ের প্রথম দিন এক পশলা বৃষ্টি রাজধানীতে এনে দিয়েছে স্বস্তি। আষাঢ়ের আনাগোনা টের পাওয়া গেলো সাংস্কৃতিক আয়োজনেও।

আষাঢ়ের প্রথম দিন প্রকৃতির রুক্ষতাকে বিদায় দিলে এলো বর্ষা। এক পশলা বৃষ্টি এনে দিলো স্নিগ্ধতার স্বস্তি। প্রকৃতির সজীবতায় নিজেদের রাঙিয়ে নিতে বরাবরের মতো সত্যেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত হয় বর্ষা উৎসব ১৪২২। নাচে-গানে বর্ষাকে স্বাগত জানান শিল্পীরা।

বর্ষায় নতুন রূপে সাজে প্রকৃতি। দাবদাহে অতিষ্ঠ মানুষকে দেয় স্বস্তি। বন্যা-জলাবদ্ধতার ভোগান্তির বাইরে বাঙালির আবেগি মনে আনন্দ-বেদনা-স্মৃতিময়তায় ভরে থাকে বৈশিষ্ট্যের দিক থেকে সব চেয়ে স্পষ্ট ঋতু বর্ষা।