চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিবাদ সভা

গতকাল ১৩ মে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন: বাংলাদেশ পৃথিবীর অন্যতম ব্যয়বহুল দেশ। ঢাকা পৃথিবীর অন্যতম ব্যয়বহুল শহর। তার ওপর আমদানী পণ্যের সাপ্লাইচেইনে সমস্যা হলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়।

এদেশের ৫ কোটি লোক বেকার, করোনার পর সাধারণ মানুষ এমনিতেই প্রায় সর্বস্বান্ত। আমরা সরকারকে রেশনের ব্যবস্থা করতে বলেছি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বলেছি, বেকারদের ভাতা দিতে বলেছি। কিন্তু এসব না করে এতো দুর্যোগের মধ্যেও সরকার তেল, চাল, ডাল, জ্বালানী তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে।

এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটের অধিকার, জান-জবান-সম্মানের অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির অন্যতম সদস্য দিদারুল ভূঁইয়া, নাইমুল ইসলাম নয়ন; সদস্য লিটন কবিরাজ, সাধনা মহল, এহসান আহমেদ, রেজোয়ান রহমান, সারোয়ার তুষার, এডভোকেট আবু বকর সিদ্দীক প্রমুখ।