চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘দেশে করোনা আক্রান্তদের ৮২ শতাংশেরই ওমিক্রন’

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের ৮২ শতাংশের মাঝেই ওমিক্রন ধরনের সংক্রমণ হয়েছে। ওমিক্রনের তিনটি সাব ভ্যারিয়েন্টের মধ্যে বিএটু’র সংক্রমণ হার বেশি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার জেনোম সিকোয়েন্সিং গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসে ভর্তি হওয়া মোট রোগী ও বহির্বিভাগে আসা করোনা রোগীদের ওপর পরিচালিত জেনোম সিকোয়েন্সিং গবেষণায় দেখা গেছে, এদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে ৮২ শতাংশ ও ডেলটা ভ্যারিয়েন্টে ১৮ শতাংশ আক্রান্ত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ইতোমধ্যে ১০ কোটি মানুষ করোনা ভ্যাকসিনের আওতায় আসলেও মৃত্যুহার না কমায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে ভ্যাকসিনের বিকল্প নেই। মৃত্যুঝুঁকি কমাতে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান করেন। করোনা টিকা গ্রহণে আগ্রহ থাকায় বাংলাদেশের মানুষের প্রশংসা করেন মন্ত্রী।

ক্যান্সার চিকিৎসা রাজধানীকেন্দ্রিক না রেখে ৮টি বিভাগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।