চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই শেয়ারবাজারেই দর নিম্নমুখী

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই শেয়ারের দরপতন হয়েছে। সপ্তাহের পঞ্চম দিনে বাজারে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫শ ১১পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ৩শ ১৮টি কোম্পানির ৩শ’ ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৫ কোটি ৩৫ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১শ ৭৫টির এবং অপরিবর্তিত আছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৭.৩২ পয়েন্ট কমে দিনশেষে ৮৩৬৮.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।