চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দুই ইনিংসে অর্ধশতকের কীর্তিতে তামিমের ‘ছক্কা’

তার সঙ্গে আরেকজন ওপেনার সেট করার জন্য কত চেষ্টাই না করছে টিম ম্যানেজমেন্ট। কখনো সৌম্য, কখনো ইমরুল কখনো অন্য কেউ। সতীর্থ খোঁজার এই যাত্রায় তামিম অনন্য ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পেয়েছেন। তামিম এই নিয়ে ক্যারিয়ারে ৬ বার প্রতি ইনিংসে অর্ধশতক কিংবা তার বেশি রান করলেন। সাকিবের আছে তিনবার।

প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৭৬ রানে এগিয়ে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিরপুরে মঙ্গলবার তাইজুল ইসলাম এবং তামিম ইকবাল পাঁচ ওভার পার করেন। ষষ্ট ওভারে তাইজুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাথান লায়ন। লিড যখন ১০৪, তখন যোগ দেন ইমরুল কায়েস। তিনি এসে বেশিক্ষণ থাকতে পারেননি। ২ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।

প্রথম দুইদিন উইকেট যে আচরণ করেছে, তাতে এই ম্যাচে ৩০০ রানের লিড অজিদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

দ্বিতীয় দিন শেষ বিকেলে সৌম্যর উইকেট হারিয়ে ৮৮ রানের লিড নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

সৌম্য ফিরে যাওয়ার পর বাকি সময়টুকু পার করতে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। নাইটওয়াচ-ম্যান তাইজুল  নিজের দায়িত্ব ঠিকভাবেই সামলে নেন। নয়টি বল খেলতে হয় তাকে। সঙ্গে ছিলেন আগের ইনিংসে ৭১ রান করা তামিম ইকবাল।

ছবি: সাকিব উল ইসলাম।