চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি

রংপুর ও রাজশাহী বিভাগসহ কয়েকটি জেলার ওপর দিয়ে টানা কয়েকদিন অব্যাহত রয়েছে শৈত্য প্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, শৈত্য প্রবাহ বেশ কয়েক দিন থাকতে পারে। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠাণ্ডা বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে।

বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে দরিদ্র ও ছিন্নমুল মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টের মধ্যে দিনযাপন করছে।

চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে।

শীতে দরিদ্র ও ছিন্নমুল মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টের মধ্যে দিনযাপন করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, এ শীত মৌসুমে জেলায় শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। শৈত্য প্রবাহ বেশ কয়েক দিন থাকতে পারে। ঠান্ডা বাতাসের কারণে মানুষের