চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তামিম-সাকিবে এগোচ্ছে বাংলাদেশ

শুরুতেই এনামুল হক বিজয় সাজঘরে ফেরার পর বৃষ্টি এসে বিরতি দিয়ে গেছে। বিরতির পর ইনিংস মেরামতের চেষ্টার সঙ্গে রানের চাকা সচল রাখতে লড়াই করতে হচ্ছে ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়ে চলা তামিম-সাকিবকে।

রোববার গায়ানায় টস ভাগ্যে জয় হয় বাংলাদেশেরই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। চোট কাটিয়ে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান।

তবে বিজয় ব্যর্থ হয়ে ফিরলে স্কোরবোর্ডে একটি বাইরান যোগ হতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি ডানহাতি ওপেনার। দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারের অফস্টাম্পের বাইরে বেরিয়ে যেতে থাকা বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন।

তামিম ইকবালের সঙ্গে পরে ক্রিজে যোগ দেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারের সময় বৃষ্টি এসে খেলায় বিঘ্ন ঘটায়। ফিরে ইনিংস মেরামতে মনোযোগ দেন দুই অভিজ্ঞ টাইগার। সঙ্গে রানের গতিতে বেগ আনার প্রচেষ্টাও চলে। তাতে ২৭তম ওভারে ১১০ পর্যন্ত যেতে পেরেছে দলীয় সংগ্রহ। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি।

বাংলাদেশ একাদশ
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।