চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশকে চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজ

২ উইকেট হারিয়ে একশ পেরিয়ে যাওয়া বাংলাদেশ দেড়শ ছোঁয়ার আগেই হারিয়েছে ৬ উইকেট। নুরুল হাসান সোহান ৭ রান করে ফিরেছেন সাজঘরে। উইন্ডিজ বোলাররা অস্বস্তিতে রেখেছেন বাংলাদেশ ব্যাটারদের।

সেন্ট লুসিয়ায় ২ উইকেটে ৭৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত। দলীয় রান তিন অঙ্ক পেরোনোর পর দুই ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন তারা। এরপর অধিনায়ক সাকিব আল হাসান আউট হলে চাপ বাড়ে সফরকারী দলে।

২০ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন সোহান। কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। এ প্রতিবেদন লেখার সময় ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৮ রান। লিটন দাস ১৮ ও মেহেদী হাসান মিরাজ রানে ব্যাট করছেন।

অ্যান্টিগা টেস্টে টপঅর্ডারে দেখা গেছে দুর্দশার চিত্র। তবে সেন্ট লুসিয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগের চেয়ে ভালো করেছেন ব্যাটাররা। মুমিনুল হকের জায়গায় সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ৫টি চারে করেছেন ২৩ রান। ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৪৬ রান।