চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তানজানিয়ায় বাদাম সংকটের অভিযোগে দুই মন্ত্রীকে বহিষ্কার

তানজানিয়ায় চলমান বাদাম সংকটের জেরে দেশটির কৃষিমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট জন মাগুফুলি।

একইসঙ্গে কৃষকদের থেকে ন্যায্য মূল্যে বাদাম না কিনলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছেন তিনি।

তানজানিয়ার প্রধান রপ্তানি দ্রব্য কাজুবাদাম। বাদাম থেকেই সর্বাধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হয় দেশটির। তাই এ সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত তিনি।

জানা যায়, দেশটির ব্যবসায়ীরা যে দামে কৃষকদের থেকে কাজুবাদাম কিনতে চাচ্ছে, তা ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম। তাই সরকার একটি মূল্যও নির্ধারণ করে দিয়েছে এবং এই দামেই বাদাম কেনার নির্দেশনা দিয়েছে।

সোমবারের মধ্যে বাদাম বিক্রি না হলে সরকার সেনাবাহিনীর ট্রাক পাঠিয়ে সকল খাদ্যশস্য নিয়ে নেবে।

দেশটির কৃষকরা প্রায় সপ্তাহখানেক থেকে অভিযোগ করে আসছে ব্যবসায়ীরা ন্যায্য মূল্যের চেয়ে খুব অল্প দামে তাদের ক্ষেতের বাদাম বিক্রি করতে বাধ্য করছেন। ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট ব্যবসায়ীদের প্রতি কেজি বাদাম ১.৩ ডলার ( ১০৪ টাকা) দরে কেনার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট বলেন, তিনি ন্যায্য মূল্য নিশ্চিত করে হাজার হাজার কৃষককে বাঁচাতে চান। সেই সাথে দেশটির বৈদেশিক আয়ও বৃদ্ধি করতে চান।