চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ট্রাম্প সমর্থকদের মেগা মার্চে উত্তপ্ত ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিশাল র‌্যালি-সমাবেশের (মেগা মার্চ) ডাক দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ‘ভোট কারচুপি’র প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে রোববার সকাল থেকে ওয়াশিংটন ডিসিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নেন তারা।

সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় অস্বীকার করে ভোট জালিয়াতির অভিযোগে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প নিজেও বিক্ষোভে উপস্থিত রয়েছেন। ‘মেগা মার্চ’ নামে এই বিক্ষোভে ইতোমধ্যে সমবেত হতে শুরু করেছে হাজার হাজার ট্রাম্প সমর্থক। অবস্থান নিচ্ছে হোয়াইট হাউস, সুপ্রিম কোর্ট ও ফ্রিডম প্লাজা প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে।

একই স্থানে পাল্টা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ট্রাম্পবিরোধীরাও। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ট্রাম্পের সমর্থনে চলতি সপ্তাহে এই সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্রের কয়েকডজন ডানপন্থী সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরে ‘মিলিয়ন মেগা মার্চ’, ‘স্টপ দ্য স্টিল’ ও ‘মার্চ ফর ট্রাম্প’সহ আরও বেশ কিছু নামে প্রচার-প্রচারণা চালানো হয়।

সেই আহ্বানে সাড়া দিয়ে দূরের রাজ্য থেকেও ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটনে সমবেত হতে শুরু করেছেন।