চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবি-অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের সমঝোতা চুক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের পরিচালক পঙ্কজ কুমার রাজবংশী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেড সোলার পাওয়ার প্লান্ট বিষয়ে যৌথভাবে গবেষণা করবে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকগণও এ বিষয়ে শিক্ষা-গবেষণার সুযোগ পাবেন।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের জিএম সমাপ্ত কুমার রাজবংশী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।